গাজায় বিমান থেকে চিকিৎসা সরঞ্জাম ফেললো জর্ডান

|

জর্ডানের বিমান বাহিনীর ক্রু সদস্যরা একটি সামরিক কার্গো বিমানে চিকিৎসা সামগ্রী লোড করছে। ছবি: আরব নিউজ।

অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে চিকিৎসা সরঞ্জাম ফেললো জর্ডান। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স’এ পোস্ট করে এই তথ্য জানিয়েছে বাদশাহ আব্দুল্লাহ। খবর আনাদুলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, গাজায় অস্থায়ী হাসপাতালকে লক্ষ্য করে জরুরি মেডিকেল সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছে দেশটির বিমান বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বাদশাহ জানান, গাজায় আহতদের সহায়তা করা তার দেশের সামরিক বাহিনীর দায়িত্ব। ফিলিস্তিনি ভাইদের সবচেয়ে শক্তিশালী সমর্থক হিসেবে পাশে থাকার আশ্বাস দেন জর্ডানের বাদশাহ।

তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি ইসরায়েলের তরফ থেকে। গাজায় তেল আবিবের চলমান অভিযানের শুরু থেকেই বন্ধ করে দেয়া হয় সীমান্ত। জরুরি সহায়তার অভাবে তীব্র মানবিক সংকট তৈরি হয় গাজায়। মিসরীয় সীমান্ত দিয়ে কিছু ত্রাণ প্রবেশ করলেও প্রয়োজনের তুলনায় তা অতি সামান্য।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply