এক মাসে গাজায় ৮ হাজার রকেট ছুড়েছে হামাস: আইডিএফ

|

ইসরায়েলে হামাসের হামলার পর কেটে গেছে প্রায় একমাস। গত ৭ অক্টোবর জল, স্থল ও আকাশপথে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এরপর থেকেই গাজায় সর্বোচ্চ শক্তি দিয়ে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। এই একমাসে ইসরায়েলকে লক্ষ্য করে হামাস ৮ হাজার রকেট ছুড়েছে বলে দাবি করেছে তেলআবিবের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। খবর দ্য ইকনোমিক টাইমসের।

রোববারও (৫ নভেম্বর) হামাসের দফায় দফায় মিসাইল হামলায় আতঙ্ক ছড়ায় তেলআবিব ও এর আশপাশের অঞ্চলে। ইসরায়েলের মধ্যাঞ্চলে থেমে থেমে রকেট ছোড়ে হামাস। রাত দশটার দিকে টানা কমপক্ষে ১২টি রকেট ছোড়ে তারা।

একের পর এক হামলার জেরে তেলআবিব ছাড়াও সতর্কতামূলক সাইরেন শোনা যায় জাফা, গিভাতায়িমসহ মধ্যাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে। হামলা থেকে বাঁচতে বোম্ব শেল্টারে আশ্রয় নেয় অনেকে।

রোববার রকেট হামলার একটি ভিডিও প্রকাশ করে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড। ক্যাপশনে লেখা হয়, বেসামরিকদের ওপর দখলদারদের গণহত্যার জবাবে ছোড়া হচ্ছে মিসাইল।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply