দুই সাকিবের আঘাত লঙ্কান শিবিরে

|

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে মাঠে নেমে প্রথম ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। শরিফুল ইসলামের বলে ইনিংসের ষষ্ঠ বলে উইকেটরক্ষক মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান ওপেনার কুশাল পেরেরা। তিনি করেন ৪ রান। আর মাত্র ৫ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।

এরপর নিশাঙ্কা-মেন্ডিস জুটি গড়ে দলকে এগিয়ে নেন। তাদের ব্যাটে প্রথম ১০ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে ৫২ রান তোলে শ্রীলঙ্কা। মেন্ডিস ধীরে রান তুললেও চড়াও হন নিশাঙ্কা। ৬১ রানের এই জুটি ভাঙ্গেন অধিনায়ক সাকিব আল হাসান। তার বলে উড়িয়ে মারতে গিয়ে তানজিম সাকিবের হাতে ক্যাচ হয়ে ফেরেন মেন্ডিস। ফেরার আগে ৩০ বলে করেন ১৯ রান।

১১ দশমিক ৩ ওভারে দ্বিতীয় উইকেট হারানো লঙ্কান শিবিরে পরের ওভারেই আবার আঘাত হানে টাইগাররা। এবার উইকেট নেন তানজিম সাকিব। তার বলে পরিষ্কার বোল্ড হয়ে ফেরেন ভয় জাগানো নিশাঙ্কা। ফেরার আগে তিনি ৩৬ বলে করেন ৪১ রান। তার ইনিংসটি ছিল ৮টি চারে সাজানো।

এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছে।

এর আগে সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply