আসালাঙ্কার সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৮০ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা

|

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে বাংলাদেশকে ২৮০ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের পক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন চারিথ আসালাঙ্কা। তবে নির্ধারিত ৫০ ওভারের আগেই অলআউট হয়ে গেছে লঙ্কানরা।

ইনিংসের শুরুতে প্রথম ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। শরিফুল ইসলামের বলে ইনিংসের ষষ্ঠ বলে উইকেটরক্ষক মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান ওপেনার কুশাল পেরেরা। তিনি করেন ৪ রান। ৫ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।

এরপর নিশাঙ্কা-মেন্ডিস জুটি গড়ে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন। তাদের ব্যাটে প্রথম ১০ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে ৫২ রান তোলে লঙ্কানরা। মেন্ডিস ধীরে রান তুললেও চড়াও হন নিশাঙ্কা। ৬১ রানের এই জুটি ভাঙ্গেন অধিনায়ক সাকিব আল হাসান। তার বলে উড়িয়ে মারতে গিয়ে তানজিম সাকিবের হাতে ক্যাচ হয়ে ফেরেন অধিনায়ক মেন্ডিস। ফেরার আগে ৩০ বলে ১৯ রান করেন তিনি।

১১ দশমিক ৩ ওভারে দ্বিতীয় উইকেট হারানো লঙ্কান শিবিরে পরের ওভারেই আবার আঘাত হানে টাইগাররা। এবার উইকেট নেন তানজিম সাকিব। তার বলে পরিষ্কার বোল্ড হয়ে ফেরেন ভয় জাগানো নিশাঙ্কা। ফেরার আগে তিনি ৩৬ বলে করেন ৪১ রান। তার ইনিংসটি ছিল ৮টি চারে সাজানো।

ইনিংসের ২৫তম ওভারে বোলিংয়ে আসেন অধিনায়ক সাকিব। প্রথম বলেই সাদিরা সামারাবিক্রমার কাছে চার খেয়ে বসেন তিনি। তবে পরের বলেই মাহমুদউল্লাহর হাতে ক্যাচ বানিয়ে সামারাবিক্রমার উইকেট তুলে নেন সাকিব।

এরপরই শুরু হয় নাটক! পরবর্তীতে ব্যাটে নামা লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ আউট হয়ে সাজঘরে ফিরেছেন কোনো বল খেলার আগেই। হয়েছেন ‘টাইমড আউট’। আন্তর্জাতিক ক্রিকেট বিরল এই আউটের শিকার হওয়া প্রথম ব্যাটার তিনি।

একটি পুরনো হেলমেট নিয়ে মাঠে নামেন ম্যাথিউজ। তিনি যে হেলমেট নিয়ে নেমেছিলেন, তাতে পুরো নিরাপদ বোধ করেননি। তাই পরে আরেকটি হেলমেট আনা হয়। কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি ম্যাথিউজ।

নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু ম্যাথিউজ এই সময়ে প্রস্তুত হতে পারেননি। তাই তাকে টাইম আউট হতে হয়েছে।

ধারাভাষ্যে বলা হচ্ছে, বাংলাদেশ দল এবং অধিনায়কের আবেদনের প্রেক্ষিতে তাকে টাইম আউট দিয়েছেন আম্পায়াররা।

এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, একজন ব্যাটার আউট হয়ে যাওয়া বা অবসরের পর যে ব্যাটার আসবেন, তাকে অথবা অন্য ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটার নামছেন, তাকে আউট হতে হবে।

যদিও এবারের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে এই সময় ২ মিনিট। অবশ্য ম্যাথিউজ অতিক্রম করে গেছেন দুইটি নিয়মই।

ধননঞ্জয়া ডি সিলভাকে নিয়ে ভালোই আগাচ্ছিলেন চারিথ আসালাঙ্কা। তবে ইনিংসের ৩৮তম ওভারের শেষ বলে মিরাজের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন ধননঞ্জয়া। ১ ছক্কা ও ৪টি চারের মাধ্যমে ৩৬ বলে ৩৪ রান করেন তিনি।

৪৬তম ওভারে মাহেশ থিকসানাকে নাসুমের হাতে ক্যাচ বানিয়ে আউট করেন শরিফুল। সাজঘরে ফেরার আগে ৩১ বলে ২২ রান করেন তিনি। ৪৭ দশমিক ৫ ওভারে ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেন চারিথ আসালাঙ্কা। ১০১ বলে ১০০ রানের দেখা পান তিনি।


তবে মারমুখী হতে গেলেও সেঞ্চুরির পরে একটি ছক্কার বেশি মারতে পারেননি আসালাঙ্কা। ৪৮ দশমিক ৩ ওভারে তানজিম সাকিবকে ছক্কা মারেন তিনি। কিন্তু পরের বলেই লিটনের হাতে ক্যাচ বানিয়ে তার উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব। আউট হওয়ার আগে ৫টি ছক্কা ও ৪টি চারের মাধ্যমে ১০৫ বলে ১০৮ রান করেন তিনি।

একই ওভারের শেষ বলে নতুন ব্যাটিংয়ে নামা কাসুন রাজিথাকেও শূন্য রানেই ফিরিয়ে দেন তানজিম।

পরের ওভারে অর্থাৎ ৪৯ দশমিক ৩ ওভারে দুশমন্থ চামিরাকে রান আউট করলে নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৩ বল বাকি থাকতে ২৭৯ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। ফলে বাংলাদেশের জিততে হলে করতে হবে ২৮০ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন তরুণ তুর্কী তানজিম সাকিব। জোড়া উইকেট নিয়েছেন অধিনায়ক সাকিব ও শরিফুল। বাকি একটি উইকেট নিয়েছেন মিরাজ।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply