‘বিপ্লব ও সংহতি দিবস’ এর কর্মসূচি স্থগিত করলো বিএনপি

|

সরকারের দমন-পীড়নের প্রতিবাদে আগামীকাল বুধবার (৭ নভেম্বর) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’এর দলীয় কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৬ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

বিএনপির এ নেতা বলেন, এক মনুষ্যহীন-ভয়ঙ্কর পরিবেশের মধ্যে বাস করছে গণতন্ত্রকামী মানুষ, জাতীয়তাবাদী শক্তি। দুঃশাসনের বিষাক্ত ছোবলে দেশে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, এর প্রতিবাদে আমাদের ৭ নভেম্বরের দলীয় কর্মসূচি স্থগিত করা হয়েছে। ওইদিন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর কর্মসূচিও স্থগিত থাকবে।

৭ নভেম্বর দিনটিকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ এবং জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করে। প্রতিবছর এই দিনে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা।

/এএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply