ফিলিস্তিনের জনগণের সহায়তার লক্ষ্যে ১ দশমিক ২ বিলিয়ন ডলারের তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সেই সাথে গাজায় ব্যাপক হারে শিশুদের মৃত্যুর বিষয়েও উদ্বেগ জানান তিনি। খবর ডয়েচে ভেলের।
সোমবার (৬ নভেম্বর) জাতিসংঘ মহাসচিব জানান, গাজার ২৩ লাখ বাসিন্দা এবং পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের ৫ লাখ মানুষকে সহায়তা দেয়ার জন্য এই তহবিলের অর্থ ব্যবহার করা হবে। গাজায় প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ নিশ্চিতে সব পক্ষকে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান তিনি।
অবরুদ্ধ উপত্যকায় চলমান আগ্রাসন শুরুর পরই সীমান্ত বন্ধ করে দেয় ইসরায়েল। রাফাহ সীমান্ত দিয়ে ত্রাণবহর প্রবেশ করলেও প্রয়োজনের তুলনায় তা খুব সামান্য। গুতেরেস জানান, গত দুই সপ্তাহে মাত্র ৪০০ ট্রাক প্রবেশ করেছে গাজায়। অথচ আগে দৈনিক ৫০০ ট্রাক সহায়তা যেতো সেখানে। এ সময় উপত্যকাটিতে জ্বালানি সরবরাহের ওপরও গুরুত্ব দেন জাতিসংঘ মহাসচিব।
এসজেড/
Leave a reply