ডিসেম্বরের আগে নিত্যপণ্যের দামে স্বস্তির বার্তা দিতে পারছে না বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানালেন, নতুন উৎপদিত পণ্য বাজারে আসলে ডিসেম্বরে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসতে পারে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
বাণিজ্য সচিব বলেন, মৌসুমের শেষ পর্যায় হওয়ায় অনেক নিত্যপণ্যের মজুদ কম। বাজার মনিটরিংয়ের কারণেই দাম কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। না হলে দাম আরও বাড়তো। ডিসেম্বরের মধ্যে নতুন উৎপাদিত পণ্য বাজারে আসলে দাম কমবে। এর আগে চাপের মধ্যে থাকতে হবে। আমদানির কারণে ডিম ও আলুর দাম কমছে।
এখন পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় ২০ কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে। এর মধ্যে এসেছে ৬১ হাজার ৯৫০ পিস। আর আলু আমদানি হয়েছে ৩ হাজার ৩১২ মেট্রিক টন। উৎপাদন কম ও আমদানি মূল্য বেশি হওয়ায় পেঁয়াজের বাজারে সংকট আছে।
এদিকে, গত বছর রেকর্ড সাড়ে ২২ লাখ মেট্রিক টন উৎপাদনের পরও লবণ আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শিল্প মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী ২৬৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ টন লবন আমদানির অনুমোদন দেয়া হয়।
বাণিজ্য সচিব আরও জানান, ডলার সংকট আগের থেকে কমেছে। ব্যবসায়ীরা আগের মতো আমদানিতে সমস্যায় পড়ছেন না।
/এমএন
Leave a reply