রামাল্লার বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের হামলা

|

গভীর রাতে বিরজাইট ইউনিভার্সিটি'র ক্যাম্পাসে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ছবি: আল জাজিরা।

ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় গভীর রাতে ‘বিরজাইট ইউনিভার্সিটি’র ক্যাম্পাসে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রাতভর চালানো অভিযানে কাউকে গ্রেফতার করেনি ইহুদি সেনাবাহিনী। তবে ক্যাম্পাসে দুই ঘণ্টার বেশি সময় ধরে অবস্থান করেছিল তারা। মূলত, ছাত্রদের ব্যবহৃত সম্পত্তি ধ্বংস করাই ছিল সেনাদের মূল লক্ষ্য।

তবে, রামাল্লার অন্যান্য এলাকায় চালানো অভিযানে অন্তত ৪৭ জন ফিলিস্তিনিকে আটক করেছে আইডিএফ।

প্রসঙ্গত, হামাস-ইসরায়েল যুদ্ধের একমাসে ৪ হাজার ২৩৭ শিশু হারিয়েছে প্রাণ। নিখোঁজ ১৩শ’র বেশি। আহতদের মিলছে না পর্যাপ্ত চিকিৎসা সেবা। এছাড়াও ইহুদি সেনাবাহিনীর হামলা থেকে রেহাই পায়নি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স এবং ত্রাণ বহনকারী গাড়িও। যুদ্ধের একমাসে গাজায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৩৮ জনে। আহত সাড়ে ২৫ হাজার।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply