পশ্চিম তীরের অবস্থা ‘শোচনীয়’, জানালেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান

|

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথ।

ইসরায়েলি আগ্রাসনে দখলকৃত পশ্চিম তীরের অবস্থা ‘শোচনীয়’। বুধবার (৮ নভেম্বর) এ মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথ। খবর বিবিসির।

তিনি জানান, ৭ অক্টোবর থেকে অঞ্চলটিতে ইসরায়েলি সেনাদের নির্বিচার হামলায় প্রাণ গেছে ১৫৮ ফিলিস্তিনির। যে তালিকায় ৪৫ জনই শিশু। আহত ২৪শ’র বেশি। শুধু সেনাবাহিনীই নয়, দখলদারদের অত্যাচারে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন হাজারের বেশি ফিলিস্তিনি।

জাতিসংঘের রেকর্ড অনুসারে, পশ্চিম তীরের বিভিন্ন শহরে দুই শতাধিক ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। তাতে পুরোপুরি ধ্বংস হয়েছে দেড় শতাধিক ঘরবাড়ি। তাছাড়া, সাঁড়াশি অভিযানে ৫ হাজারের বেশি মানুষ ধরপাকড়ের শিকার হয়েছে। যাদের মধ্যে রয়েছে বহু রাজনীতিক, মানবাধিকারকর্মী ও গণমাধ্যমকর্মী।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply