মূল্যস্ফীতি নিয়ে ভীষণ রকমের দুঃসময় পার করছে দেশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নভেম্বর মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেছেন, সীমিত আমদানিতেই আলুর দাম কমেছে। দেড় মাসের চেষ্টায় ডিম আমদানি করা গেছে। বাজারে এর ইতিবাচক প্রভাব পড়ছে।
মাসিক কর্মসূচির অংশ হিসেবে টিসিবি এ কার্যক্রম শুরু করেছে। এ দফায় উপকারভোগীরা ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১ কেজি চিনি কিনতে পারবেন। তবে এটি সব জায়গায় পাওয়া যাবে না। প্রাপ্যতা সাপেক্ষে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের কয়েকটি স্থানে চিনি বিক্রি করা হবে।
এছাড়া, একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন।
এই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, বাজার কারসাজিতে যুক্ত কুচক্রিমহল। স্মার্ট বাংলাদেশে এদের ঠাঁই হবে না। তাদেরকে প্রতিরোধের আহ্বান জানান তিনি।
/এমএন
Leave a reply