ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতেই তেল আবিব নিয়েছে নতুন সিদ্ধান্ত। এখন থেকে ‘সন্ত্রাসী’ গোষ্ঠীদের উৎপাদিত কোনো পণ্য ভোগ করলে হতে পারে কারাদণ্ড। ইসরায়েলি সংসদ নেসেটে ১৩-৪ ভোটের ব্যবধানে এই বিলটি গৃহীত হয়।
স্থানীয় সময় বুধবার (৮ নভেম্বর) রাতে ইসরায়েলি পার্লামেন্টে পাস হয় বিলটি। খবর আল জাজিরার।
তাতে বলা হয়, ‘সন্ত্রাসী’ গোষ্ঠীগুলোর উৎপাদিত পন্য ভোগ করলেও শাস্তির মুখোমুখি হতে হবে। এক্ষেত্রে ১ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। বিলে আইএস এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া এই তালিকায় নতুন কোনো ‘সন্ত্রাসী’ গোষ্ঠীকে তালিকভুক্ত করতে বিচারকদের ক্ষমতা দেয়া হয়েছে।
বিলটি আইনে পরিণত হলে, হামাস সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের পন্য এবং সেবা গ্রহণ করতে পারবে না।
এটিএম/
Leave a reply