গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৪৩ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (১০ নভেম্বর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
এর আগে বৃহস্পতিবার রাতেও আল-শিফা হাসপাতালে গোলাবর্ষণ করা হয়। হাসপাতালটির পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানান, এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬ জন এবং অনেকে আহত হয়েছে। মৃতের সংখ্যা সময়ের সাথে বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
হতাহতের তালিকায় সাধারণ মানুষের পাশাপাশি রয়েছেন সংবাদকর্মীরাও। হামলায় পুড়ে গেছে বেশকিছু অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি। এছাড়াও একইদিনে আরও দুটি হাসপাতালে হামলা করেছে ইসরায়েলি বাহিনী।
এদিকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট প্রাণহানি ১১ হাজারের কাছাকাছি পৌঁছেছে।
আরএইচ/এটিএম
Leave a reply