পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি

|

১২ হাজার ৫০০ টাকার মজুরিকে প্রহসনমূলক উল্লেখ করে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। শুক্রাবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টন সড়কে এক সমাবেশ থেকে এই দাবি জানান সংগঠনটির নেতারা।

শ্রমিকের স্বার্থ না দেখে সরকার গার্মেন্টস মালিকের স্বার্থ রক্ষায় কাজ করছে বলে এ সময় অভিযোগ করেন তারা।  সংগঠনটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যৌক্তিক বেতন বাড়ানো না হলে পুলিশ দিয়ে শ্রমিক আন্দোলন বন্ধ করা যাবে না।

পোশাক কারখানার কর্মীকে গুলি করা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনতে এ সময় দাবিও তোলেন তারা।

/আরএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply