হামাস-ইসরায়েল যুদ্ধ ইস্যুতে নিজ দলেই ব্যাপক অসন্তোষের মুখে পড়েছেনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১০ নভেম্বর) এপি এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগে বাড়ছে দলের মধ্যে বিভক্তি। বৃহস্পতিবার ন্যাশনাল অপিনিয়ন রিসার্চ সেন্টারের প্রকাশিত এক জরিপের তথ্যে, প্রায় অর্ধেক ডেমোক্র্যাটই চলমান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের ভূমিকার বিরোধিতা করছেন।
জরিপের ফলাফল অনুযায়ী, ৫০ শতাংশ ডেমোক্র্যাট সদস্য বাইডেনের ভূমিকার পক্ষে অবস্থান নিয়েছে, বিপক্ষে অবস্থান ৪৬ শতাংশের। ডেমোক্র্যাটদের ১০ জনের মধ্যে চারজনই দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে মত দিয়েছেন।
ফিলিস্তিন ভূখণ্ডে পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের অংশ মনে করেন তারা। মোট ১২৩৯ জন অংশ নেন এ জরিপে। বিশ্লেষকদের শঙ্কা, দলের মধ্যে এই বিভাজন আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে।
/এআই
Leave a reply