বিএনপির আরও ২৬০ নেতাকর্মী গ্রেফতার: রিজভী

|

ফাইল ছবি

সারাদেশে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের ২৬০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেন তিনি।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে মামলা হয়েছে ৯টি। এসব মামলায় আসামি করা হয়েছে এক হাজার ৫৫ জন নেতাকর্মীকে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, নির্বাচনের নামে একটা প্রহসন করবে আওয়ামী লীগ। নির্বাচন কমিশন থেকে একটা ভাগাভাগির নির্বাচন হবে। তথাকথিত মহাজোট থেকে কোন জোটকে কয়টা সিট দেবেন নির্বাচন কমিশন থেকে সেটা ঘোষণা করা হবে। এটা ছাড়া আর অন্য কোনো পন্থা আওয়ামী লীগের নেই। একটি রাজনৈতিক দল যদি জনগণের উপর আস্থা থাকে তাহলে সুষ্ঠু নির্বাচনকে ভয় পাবে কেন সে প্রশ্ন রাখেন রিজভী।

এর আগে এক বিবৃতিতে রিজভী বলেন, এক তরফাভাবে নির্বাচনের জন্য সরকার সর্বশক্তি নিয়োগ করছে। সব বাধা উপেক্ষা করে নির্দলীয় সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।

এএস/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply