প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কক্সবাজারের সাথে ছোট বেলার অনেক স্মৃতি জড়িত। বছরে একবার আমাদের শীতকালে কক্সবাজারে নিয়ে আসতেন বাবা।
শনিবার (১১ নভেম্বর) দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সরকারপ্রধান বলেন, এই রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। একটা কথা দিয়েছিলাম, কথাটা রাখলাম। আজকের দিনটি বাংলাদেশের জনগণের জন্য একটা গর্বের দিন। কক্সবাজার এমন একটি সমুদ্র সৈকত, যেটা বিশ্বে বিরল। পৃথিবীতে এত দীর্ঘ বালুকাময় সমুদ্র সৈকত নেই। এই অঞ্চলের মানুষের দাবি ছিল, এই অঞ্চলকে রেল নেটওয়ার্কে সংযুক্ত করা। আজ এই স্বপ্ন পূরণ হলো।
তিনি আরও বলেন, রেলে কক্সবাজার আসা যাবে, এটা অনেকের আকাঙ্ক্ষা ছিল। এখন তা বাস্তব। রেলের এই প্রকল্প হবে ফার্স্ট ট্র্যাক প্রকল্প। রেলে এখন ঢাকা থেকে কক্সবাজার আসা হবে। কিন্তু উত্তরবঙ্গ-সুন্দরবন থেকেও তো মানুষ আসতে চাইবে। সেই ব্যবস্থাও করা হবে। পর্যায়ক্রমে দেশের সব বিভাগের সাথে রেল যোগাযোগ চালু হবে।
তিনি আরও বলেন, কক্সবাজার রেলস্টেশনে ওয়াই-ফাই থাকবে। ট্রেনেও থাকবে ওয়াই-ফাই। যাতে রেলে বসে বসে মানুষ কাজ করতে পারে। আশা করি পর্যটন খাতে বড় ভূমিকা রাখবে এই রেল।
/এমএন
Leave a reply