লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। শনিবার (১১ নভেম্বর) টাইমস অব ইসরায়েল এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, আইডিএফ’র মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান, শুক্রবার গাজার উত্তরাংশে চালানো হয় এসব হামলা। তেল আবিবের দাবি গাজা সীমান্তের অভ্যন্তরে গোপন ঘাঁটি তৈরী করেছে হিজবুল্লাহ। সেগুলো ধ্বংস করতেই চালানো হয় এসব হামলা। অভিযানে ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানায় আইডিএফ।
এরআগে, লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করে ধ্বংস করা হয় এসব ড্রোন।
/এআই
Leave a reply