ভারতে কমলো জ্বালানি তেলের দাম

|

ভারতের বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। গতকাল মঙ্গলবার দেশটির সরকার কর্তৃক পেট্রোল ও ডিজেলে লিটার-প্রতি ২ রুপি করে শুল্ক কমানোর সিদ্ধান্তের পর বুধবার কম দামে এ দুটি জ্বালানি বিক্রি হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুধবার দিল্লির বাজারে পেট্রোল লিটার-প্রতি আড়াই রুপি কমে ৬৮ দশমিক ৩৮ রুপিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে ডিজেল লিটার-প্রতি ২ দশমিক ২৫ রুপি কমে ৫৬ দশমিক ৮৯ রুপিতে বিক্রি হচ্ছে।

গত তিন মাস ধরে পাইকারি ও খুচরা বাজারে একাধিকবার দাম বৃদ্ধির প্রেক্ষিতে মঙ্গলবার দুটি জ্বালানি তেলের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ান ওয়েল করপোরেশন।

ইন্ডিয়ান ওয়েল করপোরেশন পরিচালক একে শর্মা বলেছেন, শুল্ক কমানোর সিদ্ধান্তে ভ্যাট সমন্বয় করার কারণে খুচরা বাজারে তেলের দাম বেশি কমেছে। এতে সরকার দুই রুপি শুল্ক কমালেও খুচরা ক্রেতারা আড়াই রুপি কমে তেল কিনতে পারছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply