সেমির সমীকরণে ব্যর্থ টাইগাররা দেশে ফিরছেন আজ

|

ইনজুরির কারণে আগেই দেশে ফিরেছেন সাকিব। আজ সকালেই দেশে পৌঁছাবেন দলের বাকি সদস্যরা।

দেড় মাসের বিশ্বকাপ যাত্রা শেষ করে আজ দেশে ফিরছে বাংলাদেশ দল। রোববার (১২ নভেম্বর) ভোরে পুনে থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন রিয়াদ-মুশফিকরা।

সেমিফাইনালের স্বপ্ন বুনে বিশ্বকাপে গেলেও টাইগারদের দেশে ফিরতে হচ্ছে খালি হাতে। ৯ ম্যাচের ৭টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানির দিকে থেকে বিশ্বকাপ মিশন শেষ করলো হাথুরুসিংহের শিষ্যরা।

এই দেড় মাসে তেমন ভালো খবর দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে জয়ের আসর শুরুর পর টানা ছয় ম্যাচে হার। সবমিলিয়ে ৯ ম্যাচের মধ্যে ২ জয় বাংলাদেশের। আফগানদের পরে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে টাইগাররা।

বিসিবির তথ্যমতে, সকাল ৯টা নাগাদ দেশে পৌঁছাবেন ক্রিকেটাররা। ইনজুরির কারণে আগেই দেশে ফিরেছেন সাকিব আল হাসান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের আটে আছে বাংলাদেশ দল। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে পয়েন্ট টেবিলে অন্তত আটে থাকতে হবে বাংলাদেশের।

রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ভারত ও নেদারল্যান্ডস। ঐ ম্যাচে ডাচরা হারলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত হবে বাংলাদেশের।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply