লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর কর্মকাণ্ডের জবাবে দেশটিতে হামলা চালাতে পারে ইসরায়েল। এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। খবর টাইমস অব ইসরায়েলের।
শনিবার (১১ নভেম্বর) হিজবুল্লাহকে সতর্ক করে তিনি বলেন যুদ্ধে জড়ালে গাজার মতোই ভাগ্য হবে বৈরুতের।
ইয়োভ গ্যালান্ট বলেন, হিজবুল্লাহ লেবাননকে যুদ্ধে টেনে আনছে। এই ভুলের জন্য দেশটির জনগনকে সর্বোচ্চ মাশুল গুনতে হবে। এটি তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার মাধ্যমে শেষ হবে। আমরা জানি কীভাবে বৈরুতে হামলা করতে হবে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি ইতোমধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
/আরএইচ
Leave a reply