জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের আপিল শুনানি এক সপ্তাহ পিছিয়েছে। নতুন তারিখ ১৯ নভেম্বর ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার (১২ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ সদস্যর বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।
এছাড়া রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের পর জামায়াতের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানিও একইদিন (১৯ নভেম্বর) নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
১০ বছর আগে উচ্চ আদালতের রায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষিত হয়। ঘোষিত ঐ রায়ের বিরুদ্ধে তখনই আপিল করে দলটি। এখন ওই আপিলটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।
এদিকে, আপিল বিভাগে বিচারাধীন থাকাবস্থায় গত ১০ জুন ঢাকায় সমাবেশ করে জামায়াতে ইসলামী। এ সমাবেশে আপত্তি জানায় জামায়াতের নিবন্ধন বাতিলের রিটকারী।
/এনকে
Leave a reply