সাংবাদিক সমাজের অব্যাহত প্রতিবাদ ও আপত্তির মুখেও জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাসের প্রতিবাদে মানববন্ধন করবে সম্পাদক পরিষদ। আগামী ২৯শে সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হবে।
শনিবার সম্পাদক পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনের ফলে গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপসহ বাক স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায়ের প্রসঙ্গে কথা বলেন সম্পাদকরা।
২৯ সেপ্টেম্বর সকাল ১১টার ওই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিক এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে পাস হয়। এছাড়া, পুলিশ চাইলে অনুমতি ছাড়াও যে কাউকে তল্লাশিসহ আটক করারও অনুমোদন দেওয়া হয়।
নিউজটুডের সাবেক সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সম্পাদক পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, আজাদী সম্পাদক এম এ মালেক, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদ সাইফুল আলম, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, সমকালের সহযোগী সম্পাদক সবুজ ইউনূস ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের যুগ্ম সম্পাদক শামসুল হক জাহিদ প্রমুখ।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply