ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দা জানিয়ে জাতিসংঘের একটি প্রস্তাব পাস হয়েছে। এই নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ভারতসহ ১৪৫ দেশ। খবর আল জাজিরার।
গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে জাতিসংঘে তেলআবিবের বিরুদ্ধে বেশ কয়েকটি নিন্দা প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত ছিলো নয়াদিল্লি। প্রথমবার ইসরায়েলের বিপক্ষে উত্থাপিত কোনো প্রস্তাবে ভোট দিলো দেশটি। তবে যুক্তরাষ্ট্র ও কানাডাসহ সাতটি দেশ এই প্রস্তাবের বিরাধিতা করেছে। আর ভোটদান থেকে বিরত ছিল ১৮টি দেশ।
বৃহস্পতিবারের (৯ নভেম্বর) উত্থাপিত প্রস্তাবে অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতেও ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দা জানানো হয়।
উল্লেখ্য, ৭ নভেম্বর ইসরায়েলের সীমানায় ঢুকে হামলা শুরু করে হামাস। এতে এখন পর্যন্ত ১১ হাজার গাজাবাসী ও ১২শ’ ইসরায়েলির প্রাণ গেছে। হামাসের হাতে বন্দি রয়েছে বহু ইসরায়েলি নাগরিক।
/এএম
Leave a reply