চতুর্থ দফায় অবরোধ: ৩৯ ঘণ্টায় ১৪টি অগ্নিসংযোগ

|

বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ডাকা চতুর্থ দফা অবরোধে ১৪টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। গত রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে তিনটা থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে এসব আগুনের খবর পায় সংস্থাটি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তাদের বিবৃতিতে জানানো হয়, এসব আগুনের ঘটনার মধ্যে ঢাকা মহানগরীতে ঘটেছে ৮টি। মহানগরীরের বাইরে ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুর) ৩টি, বরিশাল বিভাগে (বরিশাল সদর) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর) ১টি, রংপুর বিভাগে (দিনাজপুর) ১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি বাস, ২টি নছিমন, ১টি ট্রাক নছিমন পুড়ে গেছে।

উল্লেখ্য, এরমধ্যে রোববারে ৮টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আর সোমবারে ঘটে ৬টি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply