পররাষ্ট্রমন্ত্রী হয়ে যুক্তরাজ্য সরকারে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী ক্যামেরন

|

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সোমবার (১৩ নভেম্বর) তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। খবর রয়টার্সের।

মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে এই রাজনীতিবিদকে অন্তর্ভুক্ত করা হলো। রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বর্তমান প্রধানমন্ত্রীকে সব রকম সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ডেভিড ক্যামেরন। একইসঙ্গে ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকটসহ ভয়াবহ চ্যালেঞ্জ মোকাবেলায় মিত্রদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ও জানান তিনি।

এর আগে, ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ডেভিড ক্যামেরন। ২০১৬ সালে ঐতিহাসিক গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় আসার পর পদত্যাগ করেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply