জি এম কাদের সঙ্গে পিটার হাসের বৈঠক, ভোট নিয়ে ডোনাল্ড লু’র চিঠি হস্তান্তর

|

ছবি: সংগৃহীত।

বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র দেয়া এই সংক্রান্ত চিঠি জাতীয় পার্টির কাছে পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলটির চেয়ারম্যান জি এম কাদেরের কাছে এই চিঠি পৌঁছে দেন পিটার হাস। এ সময় জাপা চেয়ারম্যানের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন পিটার হাস।

বৈঠকের পর গণমাধ্যমকে এ কথা জানান জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি দাবি করেন, কেবল জাতীয় পার্টি নয়, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিকেও চিঠি দিয়েছেন ডোনাল্ড লু।

মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। কোনও ধরনের সংলাপ না করেও সরকার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply