চট্টগ্রামের পাঁচলাইশে প্রাইভেটকারের ধাক্কায় এক শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কিং অব চিটাগং কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে নামতে গিয়ে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারায়। এ সময় প্রাইভেটকারটি একটি সিএনজি অটোরিকশাসহ আরেকটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় শিক্ষার্থী ফারদিন ও সিএনজি অটো চালক হানিফ। দ্রুত তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে সেখানেই মারা যায় ২ জন। ফারদিনের বাড়ি নাসিরাবাদে, সে সেন্ট প্লাসিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর জব্দ করা হয়েছে প্রাইভেটকারটি। তবে পলাতক রয়েছেন চালক।
এদিকে, ঝিনাইদহের ভৈরবা বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজোয়ান (১২) মহেশপুর উপজেলার টালভাঙ্গা গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ আলম জানান, রেজোয়ান স্থানীয় প্রাইমারি স্কুলের ছাত্র। স্কুলে যাবার সময় ঘাতক ট্রাকটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
যমুনা অনলাইন: এফএম
Leave a reply