আল-শিফা হাসপাতালে ইসরায়েলের অভিযান

|

আল-শিফা হাসপাতালের সামনে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। ছবি: গেটি ইমেজ।

হামাসের হেডকোয়ার্টারের সন্ধানে আল শিফা হাসপাতালে আগ্রাসন শুরু করেছে ইসরায়েলি সেনাদল। প্রত্যক্ষদর্শীর বরাতে বুধবার (১৫ নভেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিশ্চিত করেছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, হাসপাতালটি চারপাশ থেকে ঘেরাও করে বোমা বর্ষণ এবং গুলি করছে দখলদাররা। এতে প্রাণঝুঁকিতে পড়েছে অসংখ্য রোগী এবং সাত হাজারের বেশি আশ্রিত।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেন, গাজার পার্লামেন্টে আমাদের সেনারা অবস্থান করছে। সরাসরি বললে, গাজার উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস। উপত্যকার উত্তর’সহ কেন্দ্রের সব গুরুত্বপূর্ণ এলাকাই এখন আমাদের দখলে।

এদিকে, গাজার উত্তরাঞ্চল এখন পুরোপুরি দখলে নেয়ার দাবি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালন্ত। তার দাবি, অঞ্চলটির নিয়ন্ত্রণ হারিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেখানকার সিটি সেন্টারের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। যদিও, এ ব্যাপারে কিছুই জানায়নি হামাস। গেলো একমাসে অঞ্চলটিতে প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৩’শর ওপর।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply