বিদ্যুৎ বিল বকেয়া থাকায় নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের সংযোগ বিচ্ছিন্ন

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

৩ লাখ ২৬ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের সংযোগ বিচ্ছিন্ন করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)। এতে হোস্টেলসহ পুরো প্রতিষ্ঠান এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে প্রতিষ্ঠানটির নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছেন প্রতিষ্ঠানপ্রধান।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের বড় হরিশপুর অবস্থিত টেক্সটাইল ইনস্টিটিউটের ভেতরের একটি খুঁটি থেকে লাইন বিচ্ছিন্ন করে নেসকোর অভিযানিক দল।

নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোজাম্মেল হক জানান, প্রতিষ্ঠানটির সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বিদ্যুৎ বিল ৩ লাখ ২৬ হাজার টাকা বকেয়া থাকায় নেসকো কতৃপক্ষ আমাদের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেছে। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালককে অবগত করেছি। তিনি আশ্বস্ত করেছেন অতি দ্রুত বিদ্যুৎ খাতে বরাদ্দ দিবেন। সেই টাকা পেলেই তাদের বকেয়া পরিশোধ করা হবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণে রাতের বেলায় কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সেইসাথে হোস্টেলের শিক্ষার্থীদের পড়াশোনার সমস্যার কথাও জানান তিনি।

নাটোর নেসকোর সহকারী প্রকৌশলী সুব্রত হোড় জানান, প্রতিষ্ঠানটির বিদ্যুৎ বিল বকেয়া থাকায় দুই দফায় বিল পরিশোধ করার নোটিশ দেয়া হয়েছে। তারপরেও বিল পরিশোধ না করায় লাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে। যেহেতু এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, তাই দ্রুত সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের সাথে আলোচনা করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply