তফসিল বাতিলের আহ্বান বাম গণতান্ত্রিক জোটের

|

ফরমায়েশি নির্বাচনী তফসিল বাতিল করে সব দলের সাথে সংলাপের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। কোনো দলীয় সরকারের অধীনে র্নিবাচন কমিশন সুষ্ট নির্বাচন করতে পারে না বলে মন্তব্য করেছেন জোটটির নেতারা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টনে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধ দিবস হরতালের সমর্থনে এক অবস্থান কমসূচিতে তারা এ কথা বলেন।

বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। এ সময় এক তরফা নির্বাচনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারা।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় থেকে দেশকে একটি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

জোটের নেতারা দ্রুত সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করেন। তাদের দাবি মানা না হলে লাগাতার কর্মসূচি চলতে থাকবে বলে হুঁশিয়ারি দেন। পরে হরতালের সমর্থনে মিছিল করেন তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply