কন্যা সন্তানের বাবা হলেন লিটন দাস

|

ছবি: ফেসবুক

প্রথমবারের মতো বাবা হলেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে কন্যা সন্তানের জন্ম দেন তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা।

ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন লিটন দাস নিজেই। ফেসবুকে লিটন লেখেন, সকাল ৯টা ২৭ মিনিটে আমাদের ছোট রাজকন্যার আগমন হয়েছে। মা ও শিশু সুস্থ আছে। আমাদের জন্য দোয়া করবেন।

এর আগে, বুধবার স্ত্রী দেবশ্রীর বেবি শাওয়ারের ছবি প্রকাশ করে এক পোস্ট দেন বাংলাদেশের ওপেনার। আনুষ্ঠানিকভাবে বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তাতে।

যদিও বিশ্বকাপের মাঝে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য দু’বার দেশে ফিরে আলোচিত হয়েছিলেন লিটন দাস। পাশাপাশি, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেন তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply