জার্মানিতে হিজবুল্লাহকে সমর্থনের অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান

|

হামবুর্গের ইসলামিক সেন্টারে অভিযান চালাচ্ছে জার্মান পুলিশ। ছবি: রয়টার্স

জার্মানিতে ইরান সমর্থিত হিজবুল্লাহকে সমর্থনের অভিযোগে দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশটির সাত রাজ্যের অন্তত ৫৪টি স্থানে অভিযান চালিয়েছে জার্মান পুলিশ। খবর আল জাজিরার।

ইসলামিক সেন্টার অব হামবুর্গের বিরুদ্ধে হিজবুল্লাহকে সমর্থনের অভিযোগ তদন্ত করছে জার্মান পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই তদন্তের অংশ হিসেবেই অভিযান চালানো হয়েছে। যার বেশিরভাগই বিভিন্ন ইসলামিক স্থাপনা। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কোনো ধর্ম নয় বরং উগ্রপন্থীদের বিরুদ্ধে অবস্থান তাদের।

২০২০ সাল থেকে জার্মানিতে নিষিদ্ধ হিজবুল্লাহ। এমনকি সংগঠনটির কোনো প্রতীক ব্যবহারও নিষিদ্ধ দেশটিতে। এছাড়া, জার্মানিতে তাদের সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply