পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনে উদ্বেগ জানালো রাশিয়া

|

ছবি: রয়টার্স

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসনে উদ্বেগ জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এ উদ্বেগের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ট্যাশের।

তিনি বলেন, সবার নজর যখন গাজায়, তখন দখলকৃত পশ্চিম তীরেও অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। খুব কম মানুষই পশ্চিম তীর নিয়ে কথা বলছে। কারণ, সবার নজর এখন গাজায়। কিন্তু সেখানেও মানুষ মারা যাচ্ছে, অভিযান চালানো হচ্ছে। এটি উদ্বেগজনক।

ল্যাভরভ আরও বলেন, দীর্ঘমেয়াদের এই সমস্যা সমাধানের একটাই পথ। তা হলো– জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র গঠন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে প্রাণহানি হয়েছে প্রায় সাড়ে ১১শ’। আহত হয়েছে ৩২ হাজার বেসামরিক মানুষ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply