শরণার্থী শিবির লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (১৮ নভেম্বর) গাজার খান ইউনিসের বিভিন্ন আবাসিক এলাকায় বিমান হামলা চালানো হয়। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, বিমান হামলা নিহত হয়েছে ২৬ ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই শিশু। বিমান হামলার পাশাপাশি চলছে স্থল অভিযান। খান ইউনিসের ৩টি এলাকায় তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় বিভিন্ন স্থাপনা।
এদিকে, হামাসের আরও দুটি ঘাঁটির অস্তিত্ব পাওয়ার দাবি করেছে আইডিএফ। এরপরই সেগুলো বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয়া হয়। আর অবরুদ্ধ আল শিফা হাসপাতালে ইসরায়েলি তাণ্ডবে প্রাণ গেছে অন্তত ২৪ রোগীর।
উল্লেখ্য, ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার। আহত হয়েছে কমপক্ষে ৩০ হাজার ফিলিস্তিনি। এছাড়াও, ১ হাজার ৮শ’ শিশুসহ প্রায় ৩ হাজার ৭৫০ জন এখনও নিখোঁজ রয়েছে।
/এআই
Leave a reply