জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের স্টল ঘুরে দেখলেন জয় ও ববি

|

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসর বসেছে আজ। সাভারের শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত হচ্ছে আসরটি। আসরের মূল অনুষ্ঠানের আগেই সেখানে উপস্থিত বঙ্গবন্ধুর দুই দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এসময় তারা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেবেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়।

এ বছর সারাদেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের ৭৫০টিরও বেশি সংগঠন পুরস্কারের জন্য আবেদন করে। যাচাইবাছাই শেষে ছয় ক্যাটাগরিতে এবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেয়া হবে। দক্ষতা ও কর্মসংস্থান, শিল্প ও সংস্কৃতি, সম্প্রদায়ের সুস্থতা, সামাজিক অন্তর্ভুক্তি, জলবায়ু ও পরিবেশ উদ্ভাবন এবং যোগাযোগ- এই ছয় ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হবে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। এরপর থেকে এখন পর্যন্ত দেশের মোট ১৪৫ তরুণের নেতৃত্বাধীন সংগঠনকে এই পুরস্কার দেয়া হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply