বিএনপি নেতার বাসভবনে ককটেল হামলা

|

যশোরে বিএনপি’র এক নেতার বাসভবনে একের পর এক ককটেল হামলা চালানোর অভিযোগ উঠেছে। বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বাসভবনে এই হামলা চালানো হয়। শনিবার (১৮ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে অনিন্দ্য ইসলামের বড় ভাই শান্তনু ইসলাম সুমিত জানান, একটা বা দুইটা না, প্রায় ১৪-১৫টা বোমা মারা হয়েছে। সমস্ত এলাকা আতঙ্কিত হয়ে গেছে। আশেপাশে অনেক বাসায় বৃদ্ধরা আছেন, বাচ্চারা আছেন। তবুও এমন একটা তাণ্ডব চালানো হয়েছে।

জানা গেছে, হামলাকারীরা পাশে অনিন্দ্য ইসলাম অমিতের চাচার বাড়িতেও বোমা নিক্ষেপ করে। এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। বিকট শব্দে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

হামলার বিষয়ে যশোরের কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, আমরা তো প্রতি রাতে টহলেই থাকি। গতকালও অনেক রাত পর্যন্ত পূজার বাজি ফুটেছে। বাজিতেও বিকট শব্দ হয়। আমরা এখনও এমন কোনো খবর পাইনি। এমন কিছু ঘটে থাকলে আমরা তদন্ত করে বের করব।

উল্লেখ্য, অনিন্দ্য ইসলাম অমিত বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত তরিকুল ইসলামের ছেলে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply