উত্তরাখণ্ডে টানেল ধস: প্রকাশ করা হলো ভেতরে আটকে পড়া শ্রমিকদের ছবি

|

উত্তরাখণ্ডে টানেল ধসের পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ছবি: হিন্দুস্তান টাইমস ।

ভারতে টানেল ধসের ৯ দিন পর প্রকাশ করা হলো ভেতরে আটকে পড়া শ্রমিকদের ছবি। মঙ্গলবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রকাশিত ভিডিওতে যাতে দেখা যায়, শ্রমিকদের অক্সিজেন সরবরাহের জন্য ধসে পড়া টানেলের এক পাশে ছিদ্র করা হয়েছে। সেখানে এসে উদ্ধারকারীদের সাথে যোগাযোগ করছেন শ্রমিকরা। আটকে পড়া শ্রমিকরা সুস্থ্য এবং স্বাভাবিক আছেন বলে জানায় কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে আনা হয়েছে নতুন যন্ত্র। টানেলের পাশে তৈরি করা হচ্ছে আরও দু’টি সুড়ঙ্গ।

শ্রমিকদের কাছাকাছি পৌঁছানো গেলে সুড়ঙ্গ থেকে টানেলে পাঠানে হবে একটি পাইপ। সেই পাইপে করে একে একে বের করে আনা হবে শ্রমিকদের। সংশ্লিষ্টরা বলছেন, এই পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করা গেলে খুব দ্রুতই শেষ হবে উদ্ধার কাজ।

প্রসঙ্গত, গত রোববার (১২ নভেম্বর) ভোরে উত্তরাখণ্ডের একটি সংযোগকারী টানেলের ৫০ মিটারের মতো অংশ আকস্মিক ধসে পড়ে। ভেতরে আটকা পড়েন ৪০ নির্মাণ শ্রমিক। এরপর কেটে গেছে ৭ দিনেরও বেশি সময়।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply