এবার গাজার একটি মসজিদের নিচে সন্ধান মিলেছে অস্ত্র তৈরির কারখানার। এমন দাবি করলো ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সোমবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, অস্ত্র কারখানায় অভিযানের একটি ভিডিও প্রকাশ করে আইডিএফ। সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান, গাজা সিটির জয়তুন এলাকার একটি মসজিদের নিচে কারখানাটি খুঁজে পেয়েছে ইসরায়েলি সেনারা।
তাদের দাবি, বড় ধরণের অস্ত্রের মজুদ ছিল সেখানে। অস্ত্র ছাড়াও তৈরি করা হতো ড্রোন। মসজিদের নিচে একটি টানেলের প্রবেশমুখের সন্ধানও পাওয়ার দাবি ইসরায়েলি সেনাদের।
মিসাইল হামলায় ভবন গুড়িয়ে দেয়ার দৃশ্য ধরা পড়ে ভিডিওতে। তবে প্রকাশিত ভিডিওর স্থান ও সময় সম্পর্কে নিশ্চিত করতে পারেনি কোনো গণমাধ্যম।
/এআই
Leave a reply