হিজবুল্লাহর সদর দফতরে হামলার দাবি ইসরায়েলের (ভিডিও)

|

হিজবুল্লাহ'র কমান্ড সেন্টারে হামলা চালানোর ফুটেজ প্রকাশ করলো আইডিএফ। ছবি: টাইমস অব ইসরায়েল।

লেবাননে হিজবুল্লাহর সদর দফতরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। সোমবার (২০ নভেম্বর) একটি ভিডিও প্রকাশ করে দেশটির প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। এক প্রতিবেদনে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানায়।

টেলিগ্রাম বার্তায় আইডিএফ জানায়, সিরিজ হামলা চালানো হয়েছে হিজবুল্লাহর একাধিক ঘাঁটিতে। ফাইটার জেট, ট্যাংক ও হেলিকপ্টার থেকেও গোলা ও বোমাবর্ষণ করা হয়।

এছাড়াও অভিযানে টার্গেট করা হয় বেশকিছু ভবন। টার্গেট ভবনগুলো বোমার আঘাতে গুঁড়িয়ে দেয়া হয়। ভবনগুলোর মধ্যে হিজবুল্লাহর কমান্ড সেন্টারও রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল সেনাদের।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তবে অভিযানের ভিডিও’র স্থান ও সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এখনও।

/এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply