অগ্নিসংযোগ করে হোয়াটসঅ্যাপে স্থানীয় নেতাদের সেই বার্তা পাঠান অগ্নিসংযোগকারীরা। দলে পদ পাওয়ার আশায় তারা এমন কাজ করছে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে র্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, গতকাল রাতে কয়েকজন অগ্নিসংযোগকারীকে গ্রেফতার করা হয়। তারা সরাসরি অগ্নিসংযোগের সাথে জড়িত। ফুট প্রিন্টের মাধ্যমে বোঝা যায় তারা এর আগেও অন্য পরিবহনে অগ্নিসংযোগ করেছে।
গ্রেফতারকৃতরা স্থানীয় শীর্ষ নেতাদের নির্দেশে নাশকতা চালিয়ে আসছিল বলেও জানায় র্যাব। তাদের কথপোকথনের রেকর্ড র্যাবের হাতে এসেছে বলেও জানানো হয়।
এসজেড/
Leave a reply