স্থাপনা ও জানমালের নিরাপত্তায় সব ব্যাংকে সতর্কতা জারি

|

ব্যাংক স্থাপনা ও জানমালের নিরাপত্তার লক্ষ্যে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২০ নভেম্বর) এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। এ নির্দেশনা সব তপসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক এমন এক সময় এই নির্দেশনা জারি করলো, যখন দফায় দফায় হরতাল ও অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

নির্দেশনায় বলা হয়, ব্যাংক স্থাপনার চতুর্দিকে সিসিটিভি, আইপি ক্যামেরা বা স্পাই ক্যামেরা বসাতে হবে। সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনার নির্দেশনাও রয়েছে।

তাতে আরও বলা হয়, ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ যাতে নিকটস্থ পুলিশ স্টেশন পেতে পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে ব্যাংক।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply