ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে দক্ষিণ আফ্রিকা, রায় পার্লামেন্টের

|

ইসরায়েলি দূতাবাসের প্রবেশপথে বিক্ষোভ প্রদর্শন করছে দক্ষিণ আফ্রিকানরা। ছবি: আল জাজিরা।

ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পক্ষে রায় দিলো দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট। মঙ্গলবার (২১ নভেম্বর) হয় এ ভোটাভুটি। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, গাজায় পূর্ণাঙ্গ অস্ত্রবিরতি কার্যকর না হওয়া এবং ইসরায়েল জাতিসংঘের প্রস্তাব মেনে না নেয়া পর্যন্ত দেশটির সাথে সম্পর্ক না রাখার বিষয়ে মত দেন এমপিরা।

তবে এই ভোটাভুটির রায় দক্ষিণ আফ্রিকা কার্যকর করবে কী না সে বিষয়টি নিশ্চিত করা হয়নি এখনও। কারণ, পার্লামেন্টের এই ধরণের পরামর্শ মেনে নেয়া বাধ্যতামূলক নয় দেশটির সরকারের জন্য।

এর আগে, গত সোমবার দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে তলব করা হয় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বলা হয়, কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্যই ডাকা হয়েছে তাকে। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই সমালোচনা করে আসছে দক্ষিণ আফ্রিকা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply