বরিশালে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ

|

বরিশাল করেসপনডেন্ট:

ঢাকা-কুয়াকাটা সড়কে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করেছে নৌপুলিশ। বুধবার (২২ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। এসময় দুইজনকে আটক করে নৌপুলিশ।

নৌপুলিশ জানায়, পটুয়াখালীর মহিপুর থেকে একটি ট্রাকে করে ঢাকায় জাটকা ইলিশ পাচার হচ্ছে, এমন খবরের ভিত্তিতে নৌপুলিশের একটি দল বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয়। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে একটি ট্রাক থেকে প্রায় ২৪০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছগুলো বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।

এ বিষয়ে মহিপুরের মৎস্য ব্যবসায়ীরা জানায়, জব্দকৃত মাছগুলো জাটকা ইলিশ নয়। ইলিশগুলোর আকার ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চির বেশি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply