২০২৪ সালের মে মাসে নেদারল্যান্ডসের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করেছে পাকিস্তান। মূলত ক্রিকেটের ব্যস্ত সূচির ধকল কমাতে এই সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে তারা।
এবারের ওয়ানডে বিশ্বকাপে ২ জয় পাওয়া স্কট এডওয়ার্ডসদের জন্য দুঃসংবাদ হয়ে এলো পাকিস্তানের সিরিজ স্থগিতের খবর। ২০২৪-এ ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। পাকিস্তানের ইউরোপিয়ান ট্যুরে ডাচদের বিপক্ষে সেই সিরিজের দিনক্ষণ ঠিক করা ছিল। কিন্ত দুপক্ষের সমঝোতায় সিরিজটা স্থগিত করা হলো।
ডাচদের জন্য ভালো সুযোগ হতে পারতো পাকিস্তানের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝতায় এই সিরিজ স্থগিত করা হয়েছে।
এফটিপি অনুযায়ী নির্ধারিত এই সিরিজ তাই মে মাসে অনুষ্ঠিত হচ্ছেনা। অনির্দিষ্ট কালের জন্য স্থগিত এই সিরিজটি দুই বোর্ড মিলে সূচিতে জায়গা বের করে আয়োজনের চেষ্টা করবে।
উল্লেখ্য, ২০২২-এ নেদারল্যান্ডসে সফর করেছিল পাকিস্তান। তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজে ডাচদের ‘হোয়াইট ওয়াশ’ করেছিল বাবররা।
/এএম
Leave a reply