জোট বা দল ছাড়তে কাউকে চাপ দেয়া হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

|

কেউ নির্বাচনে না এলে তাদেরকে জোর করে আনার কিছু নেই। যারা আসছে, তারা স্বতঃস্ফুর্তভাবে আসছে। বিএনপির নেতাদের সিদ্ধান্ত ও অবস্থানের কারণেই দলটির নেতারা বেরিয়ে যাচ্ছে। জোট বা দল ছাড়তে কাউকে চাপ দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে শেষে এ কথা জানান তিনি।

মির্জা ফখরুলের জামিন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, বিএনপি নেতাদের জামিন নামঞ্জুর হবার ক্ষেত্রে সরকারের কোনো প্রভাব নেই।

জাতিসংঘের কর্মকর্তার সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে সরকার কি ব্যবস্থা গ্রহণ করছে বৈঠকে তা জানতে চেয়েছিলেন গোয়েন লুইস। কেউ বাড়তি নিরাপত্তা চাইলে সে অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে বলে জানানো হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply