‘উসকানিমূলক বার্তা’র জন্য আর্থিক জরিমানা সেল্টিকের

|

চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে ২-২ গোলে ড্র করে সেল্টিক। ছবি: বিবিসি

চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে গ্যালারিতে ‘আপত্তিকর প্রকৃতির উসকানিমূলক বার্তা’ প্রদর্শনের জন্য সেল্টিককে আর্থিকভাবে জরিমানা করেছে উয়েফা। উনিশ হাজার ইউএস ডলার জরিমানা করা হয়েছে এই স্কটিশ দলকে। বুধবার (২২ নভেম্বর) এ খবর জানায় বিবিসি।

উয়েফা তাদের এক বিবৃতিতে জানিয়েছে, গ্যালারিতে শত শত পতাকা ওড়ানো হয়েছে, যেগুলোতে উসকানিমূলক বক্তব্য ছিল। ‘আপত্তিকর প্রকৃতির উস্কানিমূলক বার্তা’র জন্য তাই এই শাস্তি প্রদান করা হয়েছে, ফিলিস্তিনের পতাকা ওড়ানোর জন্য নয়।

স্কটিশ ফ্যানদেরকে সতর্ক করা হলেও তারা পতাকা উড়িয়ে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানান। সেসময় হাজার হাজার সেল্টিক সমর্থক ‘ইউ উইল নেভার ওয়াক এলোন’ গানটি গেয়ে ফিলিস্তিনিদের পক্ষে নিজেদের একাত্মতা প্রকাশ করেন।

এদিকে, একই ম্যাচে আতশবাজি পোড়ানোর জন্য অ্যাথলেটিকোকে তিন হাজারের বেশি ইউএস ডলার জরিমানা করা হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply