গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে জামিন দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের বিশ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুরের আদেশ দেন।
এর আগে, গত ৭ নভেম্বর বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিএনপির এই তিন আইনজীবী নেতাকে তিন সপ্তাহের আগাম জামিন দেন। এ সময়ের মধ্যে তাদের ঢাকার দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ চলাকালে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও বাসে ভাঙচুরের অভিযোগে রমনা মডেল থানায় দুটি মামলা দায়ের করে পুলিশ।
/আরএইচ/এমএন
Leave a reply