রাবি ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

|

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মতিহার হলের ক্যান্টিনে বসা নিয়ে ছাত্রলীগের দু’পক্ষের কথা কাটাকাটি হয়। এরই জেরে একজনকে মারধরের অভিযোগ ওঠে। এ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় দু’গ্রপের মধ্যে। পরে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, মতিহার হলের ক্যান্টিনে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। প্রক্টোরিয়াল বডি সতর্ক রয়েছে। পুলিশ ক্যাম্পাসে টহল দিচ্ছে। আপাতত পরিস্থিতি শান্ত আছে। ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ বিষয়ে উভয়পক্ষকে ডাকা হবে।

তবে বিষয়টি জানতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল গালিবকে একাধিকবার মোবাইলে কল করা হলেও তারা সাড়া দেননি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply