ফের পয়েন্ট হারালো বার্সেলোনা

|

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ম্যাচের বিরতির পর আবারও মাঠে ফিরেছে ইউরোপিয়ান ফুটবল। স্পানিশ লা লিগায় রায়ো ভাইয়েকানোর বিপক্ষে  মাঠে নামে বার্সেলোনা। জাভি হার্নান্দেজের দলের সামনে চোখ রাঙাচ্ছিল পরাজয়। প্রথমার্ধ পিছিয়ে পড়েও শেষ দিকে পাওয়া আত্মঘাতী গোলে ভায়েকানোর সঙ্গে ১-১ ড্র করেছে বার্সেলোনা। এবারের মৌসুমে এটি বার্সার চতুর্থ ড্র।

শনিবার (২৫ নভেম্বর) নিজেদের ঘরের মাঠ এস্তাদিও ডি ভ্যালেকাস স্টেডিয়ামে বার্সেলোনাকে আতিথ্য দেয় রায়ো ভাইয়েকানো। ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। ভুল জায়গায় ভায়েকানো ডিফেন্ডার বল হারালে সেটি বক্সে পাঠান পেদ্রি। তবে ঠিকঠাক শট নিতে পারেননি রবার্ট লেভানদোভস্কি। এরপর আরও কয়েকটি আক্রমণ চালায় বার্সা। তবে ভাইয়েকানো গোলরক্ষক দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকেন।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে ভাইয়েকানোকে এগিয়ে নেন লোপেস। তাদের একটি ফ্রি-কিক প্রথমে ক্লিয়ার করে সফরকারীরা। সেই বলে অস্কার ত্রেহোর শট ফেরান এক ডিফেন্ডার। এরপর ২৫ গজ দূর থেকে বুলেট গতির হাফ-ভলিতে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার লোপেস। এগিয়ে যাওয়ার পর রক্ষণে সতর্কতা বাড়ায় ভায়েকানো। যে কারণে বেশ কয়েকটি চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় বার্সা। ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় কাতালান ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে গোলে শোধে মরিয়া বার্সেলোনা ৭৬ মিনিটে গোলের খুব কাছাকাছি পৌঁছে যায়। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার নিচু শটটি পোস্টে লাগলে হতাশ হতে হয় সফরকারীদের। এর ছয় মিনিট পরই ফ্লোরিয়ান লেজিউনের আত্মঘাতী গোলে ম্যাচে সমতায় ফেরে জাভি হার্নান্দেজের শীর্ষ্যরা। গোলমুখে হেড নিতে যাওয়া রবার্ট লেভানদোভস্কিকে ঠেকাতে গিয়ে পা তোলেন লেজিউন। বল তার পায়ে লেগে জালে চলে যায়।

যোগ করা সময়ে প্রতিপক্ষের চ্যালেঞ্জে রাফিনহা বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে বার্সেলোনার খেলোয়াড়রা। তবে রেফারির সাড়া মেলেনি, ভিএআরেও ফাউল ধরা হয়নি। শেষ পর্যন্ত ড্র’য়ের হতাশা নিয়েই মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি। ১৪ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে চারে আছে বার্সেলোনা। ১৩ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় অ্যাটলেটিকো মাদ্রিদ আছে তিনে। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দুইয়ে, ৩৪ পয়েন্ট নিয়ে জিরোনা শীর্ষে আছে। বার্সেলোনার সমান ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে ভাইয়েকানো।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply