দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার। রোববার (২৬ নভেম্বর) বিকেলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়। তাতে আবারও মনোনয়ন পাননি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। তার স্ত্রী শাহীন আক্তারই পুনরায় দলটির মনোনয়ন পেয়েছেন।
বদি ও শাহীন আক্তার দু’জনেই আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে চূড়ান্ত মনোনয়ন তুলে দেয়া হলো শাহীন আক্তারের হাতেই।
প্রসঙ্গত, গত নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমান বদি। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত এবং নানাভাবে বিতর্কিত হওয়ায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন থেকে বঞ্চিত হন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক ব্যবসায়ীদের তালিকায় পৃষ্ঠপোষক হিসেবেও নাম আসে বদির। যদিও এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন সাবেক এই সংসদ সদস্য।
এ অবস্থায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়। নৌকা নিয়ে ভোটে জয়ীও হন স্বামীর আসনে।
মাদক চোরাচালান ও রোহিঙ্গা আশ্রয় শিবিরের কারণে কক্সবাজার-৪ আসনটি দেশে-বিদেশে পরিচিত। এবার এ আসনে বদি ও তার স্ত্রীর বাইরে মনোনয়ন চাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।
এছাড়া, বদির শ্যালক জাহাঙ্গীর কবির চৌধুরীও মনোনয়ন সংগ্রহ করেছিলেন। জাহাঙ্গীর কবির চৌধুরী উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি রাজাপালং ইউনিয়ন পরিষদের টানা তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
/এসজেড/এমএন
Leave a reply